নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত তদন্তের সুপারিশ টিআইবির

0
0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করে এক প্রতিবেদনে সংস্থাটির পক্ষ থেকে নির্বাচনী অনিয়মের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করার সুপারিশ করা হয়। এমন নির্বাচন গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় বলেও মনে করে সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে টিআইবি।

টিআইবি জানায়, জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া কতটুকু সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হয়েছে তা পর্যালোচনায় তারা একটি গবেষণা করেছে। ভোটের আগ থেকে দেশের ৫০টি আসনের ১০৭ জন প্রার্থীর তথ্য সংগ্রহ করে টিআইবি এ গবেষণা প্রতিবেদন প্রস্তুত করে। এতে দেখা যায়, ৯৫ শতাংশ আওয়ামী লীগ প্রার্থী মিছিল মিটিং ও শো-ডাউনে আচরণবিধি লঙ্ঘন করেছেন। সেখানে বিএনপি প্রার্থীদের মধ্যে বিধি লঙ্ঘন করেছেন ৩১ ভাগ। তারা আরো বলছে, অন্যদের চেয়ে পাঁচগুণ বেশি নির্বাচনী ব্যয় ছিল আওয়ামী লীগের প্রার্থীদের। এ ছাড়া ৫০টির মধ্যে ৪৭টি আসনেই নানা নির্বাচনী অনিয়মের দেখা পেয়েছে টিআইবি। সার্বিক পর্যবেক্ষণে সংস্থাটির বক্তব্য, এ নির্বাচন ছিল আংশিক অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাহীন।

টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, ‘আংশিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘন হয়েছে এবং এর কারণে এই ধরনের লঙ্ঘনের অভিযোগের কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং একটি অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায়। যার ফলাফল অনেকের কাছে অবিশ্বাস্য হিসেবে আলোচিত হচ্ছে।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, গণতন্ত্রের জন্য এই উদাহরণই থাকে যেখানটায় সবার সমান সুযোগ থাকে না, সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায়, যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন, তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবেন, আমাদের স্বার্থ কতখানি দেখবেন। আমাদের বলতে আমাদের জনগণের কথা বলছি।

টিআইবির পক্ষ থেকে বলা হয়, এ নির্বাচনে নির্বাচন কমিশন প্রার্থীদের সমান সুযোগ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবাধ তথ্য প্রবাহে সরকারের পক্ষ থেকেও বাধা দেওয়া হয়েছে বলে টিআইবি প্রতিবেদনে উল্লেখ করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, গণতন্ত্রের জন্য অবশ্যই এ ধরনের নির্বাচন ইতিবাচক নয়। সে কারণে এটাকে বলা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি। যেজন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি, তার মাধ্যমে এটা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসে না। একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংসও হয় না। এটা একটা প্রক্রিয়া। সার্বিকভাবে সেটাকে দেখা উচিত বলে আমরা মনে করি।

সুলতানা কামাল বলেন, এটুকু আমরা বলতে চাই যেভাবে এবারের নির্বাচন পরিচালিত হয়েছে, সেটার ভেতর প্রচুর ত্রুটি ছিল। আমরা আশা করব, সেই ত্রুটিগুলির যাতে পুনরাবৃত্তি না হয়।

নিজেদের গবেষণাকে সর্বোৎকৃষ্ট দাবি করে এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জনপ্রিয়তার জন্য টিআইবির কোনো মোহ নেই। টিআইবি যে অবস্থানে আছে সেটা সে অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here