চাল মজুদ করে দাম বাড়ানো হচ্ছে কিনা খতিয়ে দেখব: বাণিজ্যমন্ত্রী

0
0

গোডাউনে চাল মজুদ করে দাম বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, চালের দাম আগে বেড়েছে, গত দু-এক দিনের মধ্যে দাম বাড়ার কোনো নজির নেই। তবে, টিআর-কাবিখা কর্মসূচী শুরু করলে দাম কমে যাবে, যদিও চালের দাম কমানোর বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের।

দাম বাড়ার বিষয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, পাশাপাশি গোডাউনগুলোতে চাল মজুদ করে দাম বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। দেশে এখন খাদ্য ঘাটতি নেই। খাদ্য যা দরকার, তার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে। তারপরও চালের দাম বাড়লো কেন বিষয়টি খুঁজে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here