আমিরাতে বাংলাদেশির মানবেতর জীবনযাপন

0
26

সংযুক্ত আরব আমিরাতে আল-ওয়াসিতা নামের একটি কোম্পানিতে কর্মরত ৪৫ বাংলাদেশি শ্রমিক চরম মানবেতর জীবনযাপন করছেন। সাত মাস ধরে বেতন না পেয়ে এসব বাংলাদেশির জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বাসা ভাড়া না দিতে পারায় সর্বশেষ এসব বাংলাদেশির বাসস্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে খবর পাওয়া গেছে। তবে শ্রমিকদের অসহায়ত্বের কথা চিন্তা করে এগিয়ে এসেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। রাজধানী আবুধাবির শিল্প নগরীর ওই কোম্পানিতে বাংলাদেশি ছাড়াও আরও প্রায় ২৫০ শ্রমিক এ অবস্থায় জীবন পার করছেন। দুঃসহ এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে এসব শ্রমিকরা দেশে ফেরার প্রহর গুণছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কোম্পানির কয়েকজন শ্রমিক জানান, ক্যাটারিং সার্ভিসিং সেবার ওই কোম্পানিতে যারা কাজ করেন তারা গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতনের বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করা হলে নানা টালবাহানা করতে থাকেন তারা। একপর্যায়ে এ পরিস্থিতির ভেতর অনেক শ্রমিক কোম্পানির কাজ ছেড়ে চলে যায়। সর্বশেষ কোম্পানিটির জর্ডানের দুই মালিক আমিরাত ছেড়ে পালিয়ে গেছে-এমন ঘটনা জানাজানি হলে শ্রমিকরা অবরোধ করে।

পরে বিষয়টি আমিরাত সরকারের ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্চ অ্যান্ড এমিরাটাইজেশনকে অবগত করা হলে তারা সরকারের পক্ষ থেকে কোম্পানিতে কর্মরত শ্রমিকদের মোট বেতনের ৫০ শতাংশ পরিশোধ করা হবে বলে জানান শ্রমিকরা। একইসঙ্গে যারা দেশে ফিরে যেতে চান তাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং খরচ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানায়। এ ছাড়া যারা দেশটিতে কাজ করতে চায় তাদের কাজ খুঁজে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।

এর আগে ওই কোম্পানিতে কর্মরত প্রায় অর্ধশতাধিক বাংলাদেশির মানবেতর জীবনযাপনের বিষয়টি দূতাবাসকে জানানো হলে দূতাবাসের পক্ষ থেকে দুজন কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয় বলে জানা গেছে। তবে ভুক্তভোগিদের অনেকে অভিযোগ করেন, পাশ্ববর্তী অন্যান্য দেশের দূতাবাস তাদের নিজ দেশের শ্রমিকদের খাবার এবং বিষয়টি সুরাহা করার চেষ্টা করলেও বাংলাদেশিরা এ ধরনের কোনো সুযোগ-সুবিধা পাননি। ভুক্তভোগীদের একজন জানান, কোম্পানি থেকে বেতন না পাওয়ায় এবং অনেকের ভিসা ও স্বাস্থ্য কার্ডের মেয়াদ শেষ হওয়ায় তারা স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

শ্রমিকদের মানবেতর জীবনযাপনের বিষয়ে জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান বলেন, ‌‌‌‘ভুক্তভোগী শ্রমিকদের সমস্যার খবর আমরা পেয়েছি এবং বিষয়টি নিয়ে আমরা দূতাবাসের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের অর্ধেক বেতনভাতা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। যারা দেশে ফিরে যেতে চান তাদের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতার মাধ্যমে দেশে ফিরে যেতে সহযোগিতা করা হবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘শ্রমিকদের দাবি আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা না করার জন্য শ্রমিকদেরকে স্থির থাকতে হবে।’ এদিকে দেশে টাকা পাঠাতে না পারায় অনাহারে দিন কাটছে দেশে থাকা পরিবারে সদস্যরা। দেশে থাকা পরিবারের স্বজনেরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, তাদের যেন অতিদ্রুত দেশে ফিরে আনা হয়।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাত লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ২০১২ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here