নীলফামারী সরকারি মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।নীলফামারী সদর উপজেলার পলাশবাড়িতে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে কলেজের উদ্বোধন এবং এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শাহের সভাপতিেত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অমল চন্দ্র দাস, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-মেডিকেল কলেজের প্রভাষক সারাহ জাবিন খন্দকার ও রঞ্জন রায়।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নুর বলেন, নীলফামারী মেডিকেল কলেজটি দেশের অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল কলেজে রুপান্তরিত হবে এটি প্রত্যাশা আমাদের এবং নিশ্চয় বাস্তবে রুপ লাভ করবে।অনুষ্ঠানে তিনি কলেজের ৪৪জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন।
মেডিকেল কলেজ সুত্রে জানা যায়, ৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে চলতি শিক্ষাবর্ষে কলেজটিতে। ইতোমধ্যে ৪৪জন ভর্তি হয়েছেন এখানে। ছাত্রীদের জন্য ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশনে থাকার ব্যবস্থা করা হলেও ছাত্ররা থাকবেন ডায়াবেটিক ভবনেই। অধ্যক্ষসহ ছয়জন শিক্ষক এবং দু’জন সাপোর্ট স্টাফ রয়েছেন কলেজটিতে।
মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধি।