প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদকে অব্যাহতি দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ৭ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা এরশাদের নিয়োগের অবসান করা হয়েছে।
এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয় এরশাদকে। তাকে মন্ত্রীর সমমর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কৃশ সংখ্যাগরিষ্টতা পাওয়ার পর গঠন করা হয় মন্ত্রিসভা। আর এই মন্ত্রিসভা গঠনের আগেই হুসেইন মুহম্মাদ এরশাদ স্বারক্ষরিত একটি নির্দেশনায় বলা হয় জাতীয় পাটি এ সরকারের মন্ত্রিসভায় অংশ নেবে না। ইতোমধ্যে এরশাদকে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।