বগুড়ার ধুনট উপজেলায় দুই দফায় দুই স্থানে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। আগামী ১০, ১১, ও ১২ জানুয়ারি ধুনট পৌর এলাকার পূর্বভরশাহী সরকারি বিদ্যালয়ের সামনে এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
তবে সম্প্রতি ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের সাথীরা দুই ভাবে বিভক্ত হওয়ায় এবারই প্রথম ধুনট উপজেলাতে দুই দফায় পৃথক স্থানে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে।
জানা যায়, টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করতে ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে যুগ যুগ ধরে ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন এলাকা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেন। এ কারণে ধুনটের সরুগ্রামের এই বিশ্ব ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পেয়েছে।
সর্বশেষ ২০১৭ সালের ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ধুনটের সরুগ্রামে ৪১তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সহিংস ঘটনার পর থেকে ইজতেমা আয়োজক কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ কারণে ইজতেমা আয়োজন কমিটির একাংশ এ বছর নতুন করে ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামে ইজতেমার আয়োজন করেছেন। এছাড়া অপর অংশ সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে ইজতেমার কাজ শুরু করছেন।সরুগ্রাম ইজতেমা আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আলী জন জানান, প্রতি বছরের মতো এবারও সরুগ্রামে ইজতেমা অনুষ্ঠিত হবে।
ধুনট পূর্বভরনশাহী ইজতেমার আয়োজন কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, ঢাকার টঙ্গীর ইজতেমাকে সফল করতে প্রতি বছর ইজতেমা অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি তাবলিগ জামাতের কেন্দ্রীয় বিভক্তির কারণে এ বছর ধুনটে দুই দফায় পৃথক ভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানে তিনদিন মুসল্লিরা জামাতবন্দি হয়ে অবস্থান নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান শুনবেন।বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, ইজতেমাকে সামনে রেখে মুসল্লিরা ময়দান তৈরির কাজ শুরু করছেন। এজন্য পৌরসভা থেকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ইজতেমা ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।