দ্বিতীয় মেয়াদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, গ্রামকে শহরে পরণিত করার যে প্রতিশ্র“তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তা পূরণ করতে বিদ্যুৎ সেবার দ্রুত প্রসারের বিকল্প নেই।
গত সরকারের কাজের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সিদ্ধান্তহীনতায় না ভুগে দ্রুত সিদ্ধান্ত নিন। প্রকল্প বাস্তাবায়নে অতীতের মত ভবিষ্যতেও এক নম্বর হতে হবে।
ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর মঙ্গলবার দুপুর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, বিদ্যুৎ বিভাগের অধীনস্থ বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থার প্রধানরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীক শুভেচ্ছা জানান।
এসময় কর্মকর্তাদের উদ্দেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করুন। সেবা নিয়ে জনগণের কাছে যান।তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা, ব্লু-ইকোনমি তথা সমুদ্র সম্পদের উন্নয়ন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধার সম্প্রসারণ, তরুণ-যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এসব উন্নয়নরে মূলে থাকবে বিদ্যুৎ ও জ্বালানি।
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস প্রতিমন্ত্রী হিসেবে নসরুল হামিদকে দায়িত্ব দেওয়ায় বিদ্যুৎ বিভাগের সব কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।এসময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ছে।এই অর্থনীতির পেছনে বড় চালিকাশক্তি বিদ্যুৎ। তাই এখন আমাদের সব কিছু নতুন করে চিন্তা করতে হবে। গতানুগতিক কার্যক্রম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরও গতিশীলতার সঙ্গে প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।
এর আগে প্রথমে জ্বালানি সচিব রহমাতুল মুনিমের সভাপতিত্ব মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্ব প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে একই ভবনের মুক্তি হলে পিডিবির সিবিএ নেতারা তার সংবর্ধনার আয়োজন করেন।এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে পিডিবি, ডেসকো, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, আরইবিসহ বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থার প্রধানরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।