দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার ঢাকা ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এইচ এম রুহুল ইমরান এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, আজ আদালতে নাজমুল হুদা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২১ মার্চ আকতার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নাজমুল হুদা ও তাঁর স্ত্রী বিরুদ্ধে ধানম-ি থানায় মামলা করে দুদক। ওই মামলায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত ওই বছরের ২৭ আগস্ট নাজমুল হুদাকে সাত বছর ও সিগমা হুদাকে তিন বছরের কারাদ- দেন।
পরে সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে আপিলের পরে আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের খালাসের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে বিচার করার নির্দেশ দেন। বিচার শেষে হাইকোর্ট নাজমুল হুদাকে চার বছর কারাদ- এবং সিগমা হুদাকে তার কারাভোগের সময়কে সাজা হিসেবে ঘোষণা করেন।ওই রায়ের পরে নিম্ন আদালতে আজ আত্মসমর্পণ করলেন ব্যারিস্টার নাজমুল হুদা।সম্প্রতি একাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার-১৭ আসন থেকে নির্বাচন করে হেরেছেন তিনি।