২৯৮ আসনে নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফল

0
0

২৯৮ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে সাতটি এবং স্বতন্ত্র তিন প্রার্থী জয় পেয়েছেন এই নির্বাচনে। সোমবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে চূড়ান্ত এই বেসরকারি ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে এককভাবে দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৫৯টি আসন, দ্বিতীয় স্থানে থাকা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছে ২০টি আসন, আর তৃতীয় স্থানে থাকা বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছে ৫টি আসন। এর বাইরে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টি তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দুইটি, বিকল্পধারা বাংলাদেশ দুইটি এবং জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসন পেয়েছে। আর বিএনপির জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম জয় পেয়েছে দুইটি আসনে। তিনটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এর আগে, গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মারা গেলে ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। আগামী ২৭ জানুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, রোববার ভোট হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ইসি সচিব জানান, এই তিনটি কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই আসনে বেসরকারিভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here