মানুষের নির্বাচনের আস্থা নষ্ট হয়ে গেছে: কাদের সিদ্দিকী

0
35

মানুষের নির্বাচনের প্রতি যতটা আস্থা ছিল, তা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, এই রকম নির্বাচন বাংলাদেশে কখনোই হয়নি। সারা বাংলাদেশে যেভাবে শুনেছি, সখীপুর-বাসাইলের নির্বাচন আমি নিজে দেখলাম, এটাকে কোনও নির্বাচন বলে না।রোববার বিকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার নিজ বাসভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ভবিষ্যতে কোনোভাবেই মানুষের আস্থা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে জিততে পারবে না। যতদিন তারা চুরি করতে পারবে, ততদিনই তারা নির্বাচনে জিততে পারবে। মানুষের আস্থা নিয়ে নির্বাচিত হওয়ার তাদের কোনও সম্ভাবনা নেই। আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে যে তারা বিশ্বাস করেন না, জনগণের প্রতি তাদের আস্থা নেই; এটা তারা দিবালোকের মতো প্রমাণ করে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here