বলিউড অভিনেতা কাদের খান কানাডার একটি হাসপাতালে মারা গেছেন- রাতে এমন খবর ছড়িয়ে পড়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। তবে বর্ষীয়ান অভিনেতার ছেলে সরফরাজ এ খবর মিথ্যা বলে জানিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এটা কেবলই গুজব। আমার বাবা হাসপাতালে রয়েছেন।”
জানা গেছে, গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় কাদের খানকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে। কাদের খান কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন। তার ছেলে সরফরাজ বলেন, হাঁটুতে অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতায় হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩’শ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।