দেশের মানুষের বিন্দুমাত্র আস্থা আর অবশিষ্ট থাকল না: ফখরুল

0
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০টা-১১টা পর্যন্ত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল। এর পর প্রশাসন সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ করেছে। প্রশাসনই সারা দেশের প্রায় সব কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির এই নেতা।

মির্জা ফখরুল প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনে প্রত্যক্ষ হস্তক্ষেপের অভিযোগ এনে বলেন,আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগ কর্মীদের জাল ভোটের সুযোগ করে দিয়েছে প্রশাসন। এ ছাড়া প্রশাসনের ছত্রছায়ায় ক্ষমতাসীনদের গুন্ডাপান্ডারা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।নির্বাচনের যে একটি স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, এ নির্বাচনে তা দেখা যায়নি। প্রশাসন যে ভূমিকা রেখেছে, তাতে তাদের ওপর দেশের মানুষের বিন্দুমাত্র আস্থা আর অবশিষ্ট থাকল না।

বিএনপির মহাসচিব বলেন, সরকার নির্বাচনটাকে এভাবে করে জাতিকে একটি দীর্ঘমেয়াদি সমস্যায় ফেলে দিয়েছে। এর আগে আজ রোববার সকাল ৮টা ২২ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল। ভোট প্রদান শেষে ফখরুল বলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের যে কেন্দ্র, সেই কেন্দ্রে সকাল থেকেই ভোটাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সেখানেই যাচ্ছি খোঁজখবর নিতে। নেতাকর্মীরাও সর্বদা সজাগ রয়েছেন। মির্জা ফখরুল বলেন,আমরা চাই, ভোটাররা ভোট দিক। ভোট দিতে পারলেই তাঁরা তাঁদের যে পছন্দ, তাঁরা যেটা চান, তাঁদের যে আশা, সেটা তাঁরা পূরণ করতে পারবেন। এবং সেখান থেকেই আমি মনে করি, গণতন্ত্রের জয় সূচিত হবে। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলন করে ফখরুল বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাসা করছে। যেটা এরই মধ্যে প্রমাণিত। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। এভাবে সরকার ব্লুপ্রিন্ট তৈরি করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেললো। সেনাবাহিনীকে স্ট্যাচুর মতো রাখার ফলে নির্বাচনের ওপর জনগণের আস্থা থাকবে না। এটা জাতির জন্য বড় ক্ষতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here