জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশৃঙ্খলা ঠেকাতে সারা দেশে ১০ হাজার র্যাব সদস্য কাজ করবে বলে জানিয়েছে সংস্থাটি। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় ৫৭টি স্পেশাল টিম তৈরি থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
পাশাপাশি গুজব প্রতিরোধে র্যাবের নিউজ ভেরিফিকেশন সেন্টার কাজ করছে বলে জানানো হয়।আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনকে ঘিরে কালোটাকার বিস্তার ঘটবে যা ঠেকাতে প্রস্তুত রয়েছে সংস্থাটি। নির্বাচনে নাশকতা হতে পারে এমন কথা মাথায় রেখে পুরো বাহিনী তৈরি আছে বলে জানান তিনি।বেনজীর আহমেদ বলেন, ‘অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং জঙ্গিবাদী কর্মকা-ের বিস্তার রোধের জন্য আমরা গত এক বছর ধরে কাজ করছি।’ তিনি বলেন, ‘কোথাও যদি কালো টাকা ছড়ানোর অপচেষ্টা কেউ করে সেটাও আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে চারটি হেলিকপ্টার প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের যে ডিপলয়মেন্ট রয়েছে এর বাইরেও বিশেষ সহায়তা দরকার হলে স্পেশাল ফোর্সকে ডিপলয় করার জন্য প্রস্তুত রেখেছি।নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোটারা যাতে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান র্যাব প্রধান। বেনজীর আহমেদ বলেন, এলিট ফোর্সের মহাপরিচালক হিসেবে আমাদের দায়িত্ব, উদ্দেশ্য, কর্তব্য, চ্যালেঞ্জ লক্ষ্য থাকবে তা নিশ্চিত করার সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখা।এ ছাড়া অপপ্রচার ও গুজব ঠেকাতে র্যাবের সাইবার টিম কাজ করছে বলে জানান র্যাব প্রধান।