নৌকার প্রচারণায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর বণাঢ়্য শোভা যাত্রা

0
0

আজ ২৭ ডিসেম্বর ২০১৮ইং সকাল ১০.৩০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ দলীয় কার্যালয়ের সামনে নৌকার প্রচারণার শেষ দিন উপলক্ষে এক বণাঢ়্য র‌্যালীতে সংক্ষিপ্ত বক্তবেব্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট বলেন- আজকে দেশের যুব সমাজ জেগেছে উঠেছে। তারা বেধেছে জোট, এবার দেবে নৌকায় ভোট। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কালো টাকা ছিটিয়ে লাভ হবে না, দেশের জনগণ উন্নয়নের জন্য নৌকায় ভোট দেবে। তিনি বলেন, দেশে স্বাধীনতা বিরোধী শক্তি এক হয়ে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে অবস্থান নিতে যুব সমাজ এক হয়ে এই প্রতিবাদী ও নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণামূলক র‌্যালিতে যুবসমাজের ঢলই প্রমাণ করে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আর সবচেয়ে জনপ্রিয় প্রতীক নৌকা। আগামী ৩০ ডিসেম্বর আমরা যুব সমাজ ভোটের মাধ্যমে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনবো।

নৌকার প্রচারনায় ঢাকা মহানগর দক্ষিণ এর ইসমাইল চৌধুরী স¤্রাটের নেতৃত্বে র‌্যালীতে অংশগ্রহণ করেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, হারুন-অর-রশিদ, কামাল উদ্দিন খান, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম-সম্পাদক এ কে এম মোমিনুল হক সাঈদ, জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, ইব্রাহিম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান আরিফ সহ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ নেতা-কর্মী। মিছিলটি, যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় হতে শুরু করে পল্টন মোড়, প্রেসক্লাব, মৎস্য ভবন, কাকরাইল মোড় হয়ে, শান্তি নগর, রাজারবাগ মোড় হয়ে কাকরাইলে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here