নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে:মঞ্জু

0
49

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশ স্বাধীন হয়েছে, অর্জিত এই স্বাধীনতার ফসল দেশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে ১৪দলীয় জোট এবং মহাজোট গঠন করেছেন। এই নির্বাচনে যারা পরাজিত হবেন বলে মনে করেন তারা নানা ষড়যন্ত্র করছেন। জনগণের প্রতি আহ্বান কোন রকম উস্কানির মুখে কোনক্রমে এমন কোন প্রতিক্রিয়া দেখাবেন না, যার দ্বারা কেউ নির্বাচনকে সামান্যতম প্রশ্নবিদ্ধ করার সুযোগ পান।

তিনি বুধবার বিকালে পিরোজপুর জেলা কাউখালী উপজেলা সদরে সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি’র আয়োজিত এক নির্বাচনী বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) ১৪দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী হিসাবে এ সভায় সমবেত বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে সংসদ সদস্য পদে তাঁকে ভোট দানের আহ্বান জানিয়ে আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আজ তাঁর মেয়ের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। আপনারা ৮৬ সাল থেকে আমাদেরকে নির্বাচনী মাঠে দেখছেন এবং সবসময় ভোট দিয়ে সংসদ সদস্য পদে বিজয়ী করেছেন। এবারের নির্বাচনের বিষয়টি একটু ভিন্ন। এবার বাইসাইকেল ও নৌকা এক হয়েছে। শতবর্ষ পর পৃথিবীর মানুষ এই জোটবদ্ধতার মূল্যায়ন করবেন। পিরোজপুর-২ আসনে মানুষের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে বাইসাইকেল প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। যার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, উন্নয়নের কোন শেষ নেই, উন্নয়ন একটি স্বপ্ন। এই দক্ষিণ অঞ্চলে আমরা আধুনিক শহর গড়ার স্বপ্ন দেখি। এখানে রাস্তা-ঘাট, বিদু্যুৎ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে এ স্বপ্ন আমরা পূরণ করবো। কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি তথা পিরোজপুর জেলাকে আধুনিক করে গড়ে তুলতে হবে। এখানকার মানুষ ঐক্যবদ্ধ বলে তারা যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা আমাদের করে যেতে হবে। সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে আমরা বাইসাইকেল মার্কায় নির্বাচন করছি। গ্রাম অঞ্চলে রাস্তা-ঘাট হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সহজ বাহন হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল হচ্ছে উন্নত গ্রামীণ জনপদের প্রতীক।

জনসভায় বিশেষ অতিথি জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, ইত্তেফাক সম্পাদক ও পাক্ষিক অনন্যার প্রকাশক-সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেন, কাউখালী-ভান্ডারিয়ার মানুষ ১৯৮৬ সাল থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করে আসছেন। এলাকার মানুষ ও নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। ১৯৯১ সালে সেই বিপদের দিনে যখন আনোয়ার হোসেন মঞ্জু রাজনৈতিক কারণে আত্মগোপনে থেকে নির্বাচন করতে বাধ্য হয়েছিলেন তখন এখানকার জনগণ আমাদের পাশে দাড়িয়ে ছিলেন আপনজন হয়ে। ৯৬ সালে তাঁর ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচনে আমি সংসদ সদস্য হই। আবার ২০০১ সালে বৈরী পরিস্থিতিতে নির্বাচন করতে হয়েছে। সব সময়ই এখানকার মানুষ আমাদের সাথে ছিলেন। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এ নির্বাচনেও জনগণ বিশেষতঃ নতুন প্রজন্ম বাইসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করবেন।

কাউখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ মিল্টনের সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান জেপি নেতা আবু সাইদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এ কে এম আব্দুস শহীদ, জাতীয় পার্টি-জেপি’র কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক শাহআলম নসু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু তালুকদার।

এ সময় মঞ্চে ছিলেন জেপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান খলিল, জেপি’র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেপি’র কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ূন কবীর তালুকদার রাজু, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা পার্টির সভানেত্রী আসমা আক্তার, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মনজুরুল মাহফুজ পায়েল, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here