নির্বাচনে অংশ নিতে পারবেন জামায়াতের ২৫ নেতা : হাইকোর্ট

0
0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

ওই ২৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে আদালত বলেছেন, অন্তর্র্বতীকালীন কোনো আদেশ না থাকায় তাঁরা নির্বাচন করতে পারবেন।বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।জামায়াতে ইসলামীর ২২ নেতা ধানের শীষ প্রতীকে এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল বুধবার রিট করেন ব্যারিস্টার তানিয়া আমীর। শুনানিতে তিনি অংশ নেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী শিশির মনির।

ওই প্রার্থীদের কেউ পাস করলে গেজেট প্রকাশ না করতে রিটকারীর আবেদনও খারিজ করে দেন আদালত।এদিকে, ওই ২৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে বিবাদী করা হয়েছে। তাঁদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here