গাজীপুরে দু’টি পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘হিজবুত তাহরির’ চার সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র (লিফলেট) ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শেরপুর জেলা সদর থানার বাগলগড় এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ বিল্লাল হোসেন(৩০), ভোলা জেলার দৌলতখান থানার মধ্য জয়নগর গ্রামের মোঃ হারুন মুন্সির ছেলে মোঃ মিলন মিয়া(৩০), গাজীপুরের শ্রীপুর থানার পাঠানটেক এলাকার শেখ মোসলে উদ্দিন আহম্মেদের ছেলে শেখ শরীফ আশরাফ রাজীব (২৮) এবং একই থানার রাম পাইঠালবাড়ী এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ ফাহাদ মিয়া (২০)।
র্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে বৃহষ্পতিবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “হিজবুত তাহরির” এর কতিপয় সক্রিয় সদস্য একত্রিত হয়েছে এবং তারা লিফলেট বিতরন করছে। এ গোপন খবর পেয়ে র্যাব-১’র পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজ কোম্পানীর একটি দল সেখানে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে আটক করে।
এছাড়াও একই উদ্দেশ্যে ওই জঙ্গী সংগঠণের কতিপয় সক্রিয় সদস্য বুধবার রাতে গাজীপুর জেলার মাস্টারবাড়ীর নান্দুয়াইন এলাকায় একত্রিত হয়েছে এবং তাদের সংগঠনের বিভিন্ন উস্কানিমূলক লিফলেট বিতরন করছে। এ গোপন খবর পেয়ে র্যাব-১ এর সদস্যরা সেখানে অপর অভিযান চালিয়ে শেখ শরীফ আশরাফ রাজীব ও মোঃ ফাহাদ মিয়াকে আটক করে।
র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারোয়ার-বিন-কাশেম জানান, উভয় ঘটনায় আটককৃতদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “হিজবুত তাহরির” বেশ কিছু লিফলেট, নগদ টাকা ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে তারা মূলত ‘খিলাফাহ’ এ বিশ্বাসী এবং নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর এর সক্রিয় সদস্য। সরকার ব্যবস্থা পরিবর্তন করে খেলাফত প্রতিষ্ঠা করাই উক্ত জঙ্গী সংগঠনের মূল উদ্দেশ্য। তারা এবং তাদের সহযোগীরা জঙ্গিবাদের জন্য সমমনা নতুনদের উদ্বুদ্ধকরণ এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে সংগঠনের জন্য আর্থিক চাঁদা প্রদান করত। তারা সাংগঠনিক কর্মকান্ডকে চাঙ্গা করার জন্য গাজীপুরের মাস্টারবাড়ী জামে মসজিদ, বরমী জামে মসজিদ, মাওনা জামে মসজিদে ও ধৃত আসামী রাজীবের বাসাসহ বিভিন্নস্থানে বিভিন্ন সময় একত্রিত হয়ে হালাকায় (আলোচনা সভা) বসত।