নিউইয়র্কের ম্যানহাটনের সাবওয়েতে লাঠি হাতে পাঁচ দুর্বৃত্তকে মোকাবেলা করায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন পুলিশ কর্মকর্তা প্রশংসায় ভাসছেন। সম্প্রতি সৈয়দ আলীর নামে পুলিশ কর্মকর্তার সঙ্গে পাঁচ দুর্বৃত্তের মারামারির একটি ভিডিও অনলাইনেও ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের লাখ লাখ ব্যবহারকারীর পাশাপাশি নিউ ইয়র্কের মেয়র, সাবেক পুলিশ কমিশনার ও কাউন্সিলররাও তাকে অভিবাদন জানিয়েছেন বলে খবর নিউ ইয়র্ক টাইমসের।
আলী জানান, রোববার রাতে ইস্ট ব্রডওয়ে সাবওয়ে স্টেশনের লোয়ার ইস্ট সাইডে এক নারী এসে তাকে একদল বখাটে বিরক্ত করছে বলে জানান। বাংলাদেশি বংশোদ্ভূত এ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক ওই বখাটে দলকে স্টেশন এলাকা ছেড়ে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে। এরপর কয়েক দফা আলীর ওপর তারা হামলার চেষ্টা চালালেও অসীম দক্ষতা ও সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেন ইরাকে মার্কিন সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করে পদক পাওয়া এ অভিজ্ঞ যোদ্ধা।
ঘটনার সময় এক পথচারী এ মারামারির দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। রাতের মধ্যেই তা লাখ লাখ মার্কিনির পছন্দের তালিকায় শীর্ষে চলে আসে। অনলাইনে ভাইরাল হওয়া ওই ভিডিওর খবর জানতেন না আলী। গত সোমবার সকালে তার এক সহকর্মী ভিডিওটি ভাইরাল হওয়ার কথা জানান। ‘হলি কাউ, এটা কি?,’ ভিডিওটি দেখার পর প্রথম অভিব্যক্তি এ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের। তিনি জানান, ঘটনার সময় উত্তেজনা ও পরিস্থিতি বিবেচনায় কী কী করেছিলেন সবটা তার মনেও ছিল না। ভিডিও দেখে নতুন করে তা স্মরণ হয়েছে।