টরন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি

0
48

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় মো. আইন উদ্দীন বকুল নামে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন । প্রবাসী ওই বাংলাদেশির বাড়ি মৌলভীবাজার জেলায়। সিবিসি নিউজের বরাতে জানা যায়, ২৫ ডিসেম্বর রাত সোয়া ২টায় হাইওয়ে ৪০১ এর ব্রাইটন আন সংলগ্ন সড়কে দুর্ঘটনার খবর পায় পুলিশ। বিধ্বস্ত গাড়িতে চালকসহ ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চালক আইন উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এদিকে আইন উদ্দিনের অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডার পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি দেওয়ান গোফরান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব শোক বার্তায় বলেন, ‘আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here