গয়েশ্বরের ওপর হামলা, স্বেচ্ছাসেবক-যুবলীগের ৩ নেতা কারাগারে

0
25

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়সহ তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার মামলায় স্বেচ্ছাসেবক ও যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়ের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট (এমসি) প্রাপ্তির পর আসামিদের জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেছেন।

কারাগারে যাওয়া অন্যান্য আসামিরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া (৩৯), শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন (৩২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান (৩৬)।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার রাতে হৃদয় নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করা হয়। মামলার পর রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান নাসেরের দাবি, সারা দিন গয়েশ্বর রায়ের নির্বাচনী প্রচার শেষে বিএনপির ১০০ থেকে ১৫০ নেতাকর্মী কেরানীগঞ্জ সাবান কারখানার সামনে দিয়ে বের হন। তখন তারা দেখেন কিছু দূরে আওয়ামী লীগের অন্তত দেড়শ নেতাকর্মী অবস্থান করছেন। তখন তারা সংঘাতের আশঙ্কায় পশ্চিম পাশ দিয়ে অন্য পথে যান। কিন্তু চুনকুটিয়া এলাকায় গেলে পিছন দিক থেকে আওয়ামী লীগ সমর্থকরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গয়েশ্বরসহ ১৫ থেকে ২০ নেতাকর্মী আহত হন। ইটের আঘাতে গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফেটে যায়। পরে তাকে লাঠি দিয়েও পেটানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here