গাজীপুরে বৃহস্পতিবার এক অগ্নিকান্ডে সাতটি শ্রমিক কলোনীর ১৮২টি কক্ষ, আসবাব পত্র ও টিভি-ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন ভাড়া বাড়ির ভাড়াটে গোলাপী বেগমের ঘর থেকে বৃহস্পতিবার ভোরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং পাশে থাকা আলী হোসেন, আমজাদ হোসেন, ফাতেমা বেগম, খাদিজা বেগম, রাহেলা ও লুৎফর রহমানের শ্রমিক কলোনীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ইপিজেড ফায়র স্টেশনের তিনটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। প্রায় সেয়া ২ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে ওই সাত মালিকের শ্রমিক কলোনীর ১৮২টি কক্ষ এবং কক্ষে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।