সিডনিতে বৈশাখী মেলা ২৩ মার্চ

0
33

আগামী ২৩ মার্চ বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির বৈশাখী উৎসব। এ লক্ষে সম্প্রতি সিডনির রকডেলের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজক কমিটি। মেলার প্রধান আয়োজক ও বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক জানান, আগামী ২৩ মার্চ (শনিবার) দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও সিডনিতে নববর্ষ উদ‌যাপন ও বৈশাখী মেলা হবে অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে।

অনুষ্ঠানের শুরুতেই বৈশাখী মেলার আয়োজন নিয়ে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি শেখ শামীমুল হক, সাধারন সম্পাদক তুষার রায়, সদস্য ড. আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা সুরজিৎ রায়, ফয়সাল হোসেন প্রমুখ। সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশিরা প্রবাসীরা এ মেলায় আলোচনা সভায় উপস্থিত হন। শেখ শামীমুল হক বলেন, ‘বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া গত ২৬ বছর ধরে অলিম্পিক পার্কে মেলার আয়োজন করে আসছে। এবারের মেলায় দর্শকদের জন্য অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির ধারণা দেওয়ার জন্য আমরা সচেষ্ঠ। মেলা সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

প্রতি বছরের মতো এবারও মেলার থাকবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, কৌতুক ও বঙ্গবন্ধুর উপর প্রামাণ্যচিত্র। মেলা উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রদান করা হবে। করে। মেলা সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে রাত ১১ টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here