পটুয়াখালী ৪ : নতুন ২৯ হাজার ভোটার জয়-পরাজয়ের ব্যবধান তৈরি করতে পারেন

0
32

নৌকার দূর্গখ্যাত পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনকে এখন বলা হয় ভিআইপি আসন। এই আসনের মহাজোট প্রার্থীর পক্ষে প্রচারের মোক্ষম সুযোগ বিস্ময়কর উন্নয়ন। প্রধানমন্ত্রীর নিজস্ব দর্শনে করা পায়রা পোর্টসহ একাধিক বিদ্যুত প্লান্ট, শের-ই-বাংলা নৌঘাটি, কলাপাড়া-কুয়াকাটা ২২কিমি সড়কে তিন সেতু। আন্ধারমানিক নদীতে কুয়াকাটাগামী বিকল্প সড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণসহ কুয়াকাটার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড রয়েছে প্রচারের মূল হাতিয়ার। এখানকার নৌকার মাঝি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব রয়েছে বিশেষ সুবিধায়। তারপরও নেতাকর্মী-সমর্থকরা কোমর বেধে প্রচারে নেমেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন আসনটি বিপুল ভোটের ব্যবধানে জেতার জন্য মরিয়া হয়ে আছেন। তেমনি বিএনপিও এই দূর্গে হানা দেয়ার সকল চেষ্টা চালাচ্ছে। বিএনপি প্রার্থী ধানের শীষের এবিএম মোশাররফ হোসেনও প্রচারে সরব রয়েছেন।

প্রত্যহ চলছে মাইকিং। তবে তাঁদের অভিযোগ পুলিশ তাদের অন্তত ৪০ নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। মামলা করা হয়েছে শতাধিক নেতাকর্মীর নামে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। যে কারণে তারা প্রচার কাজ চালাতে পারছেন না। একাধিক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতা বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ। তবে কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালী থানার ওসি ত্রয় বলেছেন কাউকেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার করা হয়নি। এ অভিযান সন্ত্রাস দমনের। নির্বাচনে সহিংসতা এড়াতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ১৭টি ইউনিয়ন এবং কলাপাড়া, কুয়াকাটা পৌরসভা নিয়ে গঠিত ১১৪ পটুয়াখালী ৪ আসন। এই আসনে বর্তমানে ভোটার সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৪৬ জন। তবে ২০১৪ সালে ভোটার ছিল দুই লাখ ১৯ হাজার ২৮৫ জন। এখানে নতুন ভোটার রয়েছে ২৯ হাজার ৭৬১ জন। এই নতুন ভোটাররা উন্নয়নের স্বপক্ষে রয়েছেন বলে অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ তাঁর সমর্থকদের দাবি। নতুন ভোটার অধিকাংশের দাবি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এই অঞ্চলের মানুষের জন্য উন্নয়নের মহাদিগন্ত। বাংলাদেশ সৃষ্টি হয়েছে প্রায় ৪৮ বছর। কেন পদ্মা সেতুসহ কলাপাড়ায় তিন নদীতে তিনটি সেতু এ সরকার করল। দেশ সৃষ্টির পরে প্রথম কোন পোর্ট করা হয়েছে। অন্য কোন সরকার সাগরপাড়ের দক্ষিণ জনপদের এই উন্নয়ন কেন করেনি। এমনসব পাল্টা প্রশ্ন করেন নতুন ভোটার জয় সাহা। একই মন্তব্য তরিকুল ইসলামের। উভয়ের মন্তব্য, দক্ষিণের জন্য শেখ হাসিনা যেমন ভরসার স্থল তেমনি নৌকা আশর্^ীবাদের প্রতীক। এটি উন্নয়নের প্রতীক। এই নতুন ভোটাররা নিজেরাও ডিজিটাল প্রচারে শামিল হয়েছেন। তবে বিএনপির সমর্থকদের দাবি ভোটের অধিকার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিকে তরান্বিত করতে নতুন ভোটাররা তাদের পক্ষে রয়েছেন বলেও এবিএম মোশাররফ হোসেনের সমর্থকরা দাবি করেন। তবে তারা বারবার ভোটের সুষ্ঠু পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে অভিযোগ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here