নৌ-মন্ত্রী প্রধান অতিথির বক্তবে বলেন,‘নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে’“আপনা সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন”। গতকাল সোমবার রাত ১০ টায় নৌ-মন্ত্রী শাজাহান খানের উঠান বৈঠকে হাজারও মানুষে ঢল ছিল মৌলভী বাড়ি নারকাল বাগান মাঠে। (রাজৈর মাদারীপুর-২) আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল মৌলভী বাড়ির উদ্যোগে বিশাল এক ঊঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম ফুয়াদ,জেলা আওমীলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জাইদ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব মিয়া, জেলা পরিষদের সদস্য নুরজাহান পারুল,জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার,রাজৈর পৌর যুবলীগের যগ্ম আহবায়ক গোপা শারমিন,উপজেলা যুবলীগর আহবায়ক রেদওনুল হক রেজন ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ পারভেজ হাওলাদার প্রমূখ । আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা ও সমর্থকরা।
এছাড়াও মাদারীপুর -২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামীলীগের প্রর্থী নৌ-মন্ত্রী মানুষের মাঝে ব্যপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
সাবরীন জেরীন,মাদারীপুর সংবাদদাতা।