ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের আওয়ামীলীগ মহাজোট মনোনীত প্রার্থী আ‘লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন সাত এজেন্ডা নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নেমেছে।
সাত এজেন্ডার লিখিত একটি লিফলেট তার পক্ষ থেকে নির্বাচনী এলাকায় বিলি করা হচ্ছে। সে বিজয়ী হলে এতে ৩ উপজেলায় আগামী দিনে তিনি কি কি করবেন তার ওয়াদা নির্বাচনী এলাকায় বিলি করা হচ্ছে। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করে ৩ উপজেলার বেকারত্ব দূর, সদরপুর উপজেলার চরমানাইড় ইউনিয়নে যোগাযোগের জন্য আড়িয়াল খাঁ নদের ওপর ব্রিজ নির্মান, ভাঙ্গা মহিলা কলেজ, সদরপুর মহিলা কলেজ, ভাঙ্গা বেগম শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি করণ, এই নির্বাচনী এলাকায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহন, ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট পর্যন্ত ফেরি চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী একক সংখ্যাগরিষ্টতা নিয়ে সরকার গঠন করবে। ফরিদপুর-৪ আসন থেকে নৌকা বিজয়ের দায়িত্ব জনগণের। আমি জনগণের প্রতিনিধি নির্বাচিত হলে উন্নয়নের দায়িত্ব আমার। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পাবেনা।