আটক তিনজনের একজন ‘হাওয়া ভবনের’ : বেনজীর

0
0

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকা ছড়িয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলার একটি অফিস থেকে ওই টাকাসহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন, আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার, আমেনা এন্টারপ্রাইজ ঝালকাঠির অফিস ব্যবস্থাপক আলমগীর হোসেন (৩৮) ও একই গ্রুপের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদীন (৪৫)। আলী হায়দারের কাছে নগদ প্রায় ১০ কোটি টাকা ও আট কোটি টাকার চেক পাওয়া গেছে।

আজ দুপুরে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সংবলিত একটি তালিকা আলী হায়দারের অফিসে পাওয়া গেছে। এর মানে কি? এর মাধ্যমে বিশাল সংখ্যার ভোটারকে কেনার পরিকল্পনা করেছিল। কালো টাকা দিয়ে ভোট কিনে যদি কেউ এ দেশের ক্ষমতায় আসে তাহলে দেশের অর্থনীতির কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। আমরা সবাই মিলে চেষ্টা করব ৩০ তারিখ যেন একটা শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। আটককৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে বেনজীর বলেন, আটক একজন বিশেষ ভবন তথা হাওয়া ভবনে কাজ করতেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এই টাকার একটি অংশ গতকাল শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর কাছে পাঠানোর পরপর সেখানে নির্বাচনী সহিংসতা হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করতে একটি চক্র কোটি টাকার লেনদেন করছে। গত দুই মাসে প্রায় ১৫০ কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। টাকাগুলোর কথিত মালিক মাহমুদের অ্যাকাউন্টে এক মাসে ৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে। কালো টাকার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করাই ছিল তাদের উদ্দেশ্য।’

এর আগে গতকাল সোমবার রাজধানী থেকে চার লাখ টাকাসহ দুজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, এরা ভোট কিনতে টাকা ছড়াচ্ছিলেন। পুলিশ বলছে, আটক করা দুজন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here