বার্সেলোনা থেকে বিশেষ উপহার পেলেন গাঙ্গুলি

0
45

ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানো সৌরভ গাঙ্গুলির ফুটবলের প্রতিও বেশ ভালোবাসা রয়েছে। পেশাদারী খেলা থেকে অবসরের পর তাকে দুই অঙ্গনের সংগঠক হিসেবেই দেখা যায়। তবে ফুটবলের প্রতি আবেগ আলাদাভাবে আছে বলেই হয়তো ইউরোপিয়ান জায়ান্ট দল বার্সেলোনা থেকে বিশেষ উপহার পেলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

রোববার স্প্যানিশ লা লিগার শীর্ষ দল এফসি বার্সেলোনা সৌরভকে কাস্টমাইজ করা একটি জার্সি উপহার দেয়। যেখানে ইংরেজিতে লেখা ‘দাদা’। বার্সার বোর্ড সদস্য ওরিওল থমাস এ সময় উপস্থিত ছিলেন।বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আর সেখানেই তাকে এমন সম্মান দেওয়া হয়। লা লিগার অফিসিয়াল ফেসবুক পেজে জার্সি উপহার দেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়।এর আগে মেয়ের সঙ্গে বার্সেলোনায় ঘুরতে দিয়ে এক টুইটে গাঙ্গুলি লিখেন, ‘ইন বার্সেলোনা..দাদা এন্ড সানা…এদিকে ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাটলেটিকো ডি কলকাতার কো-ওনার হিসেবে আসরটির প্রথম থেকে আছেন সৌরভ গাঙ্গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here