নীলফামারীর ডিমলায় দ্বিতীয় দিনেও পল্লিশ্রী’র আয়োজনে স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অধিকার নিশ্চিত করতে টেকসই উন্নয়ন অভিষ্ঠ(এসডিজি)সম্পর্কিত সরকারী নীতি ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে বিপদাপন্ন ও প্রান্তিক জনগোষ্ঠি, সুশীল সংগঠন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন সমূহকে শক্তিশালী করার উদ্দেশে গৃহীত গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন শীর্ষক প্রকল্পের এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪শে ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার আরডিআরএস ট্রেনিং সেন্টারে-সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি) ও অক্্রফাম এর অংশীদারিত্বে ও ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) এর আর্থিক সহায়তায় বাস্তবায়নরত পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান পল্লীশ্রী রিকল-২০২১ প্রকল্পের কর্মকৌশলে “এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচি বিষয়ক এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে দ্বিতীয় দিনে ডিমলা উপজেলা পল্লিশ্রী রি-কল-২১প্রকল্প এলাকার ২৫টি সিবিও হতে সভাপতি-সাধারন সম্পাদক সহ ৩০জন নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, প্রকল্পটির কমিউনিটি ভোলান্টিয়ার সামসুদ্দিন মিয়া । প্রশিক্ষনে অংশগ্রহনকারীগন বাল্যবিবাহ,নারী নির্যাতন,মাদক,নদী ভাঙ্গন,শিশু শ্রম সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন ।
মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধি ॥