কালীগঞ্জে বিএনপির প্রার্থীর স্ত্রীর উপর ফের হামলা: আহত ৭

0
24

গাজীপুর-৫ আসনের (কালীগঞ্জ) কারাবন্দি বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের উপর চার দিনের ব্যবধানে সোমবার ফের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাঁর বহরের তিনটি গাড়ি ভাংচুর এবং গাড়ি থেকে ৭ যুবদল ও ছাত্রদল কর্মীকে টেনে হেঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট পারভীন আক্তার জানান, দুপুরে থানায় বৈধ অস্ত্র জমা দিতে যাওয়ার সময় কালীগঞ্জ শহরের ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শম্পা হককে সঙ্গাহীন অবস্থায় পুলিশ প্রহরায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ দিনের ব্যবধানে এটি তার উপর দ্বিতীয় হামলার ঘটনা। গত ১৩ ডিসেম্বর কালীগঞ্জে নির্বাচনী সভা থেকে ফজলুল হক মিলনকে পুলিশ গ্রেপ্তার করার পর তার স্ত্রী শম্পা হক স্বামীর হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন।

তিনি আরো জানান, শম্পা হক সোমবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের সঙ্গে দেখা করে নির্বাচনী প্রচারণার শিডিউল ও গাড়ির তালিকা জমা দেন। রির্টানিং অফিসার তালিকার কপি সহকারী রির্টানিং অফিসার কালীগঞ্জের ইউএনও এবং ওসিকে দেওয়ার জন্য বলেন। ওই তালিকা এবং সরকারী নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র কালীগঞ্জ থানায় জমা দিতে গাজীপুর থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেলে নাগরী ইউনিয়নের পাঞ্জোরা এলাকায় তাদের গণসংযোগের কথা ছিল। দুপুর দেড়টায় কালীগঞ্জ বাজারের ব্যাংকের মোড় এলাকায় পৌছালে পৌর ছাত্রলীগের সভাপতি অমিত ও উপজেলা যুবলীগ নেতা আরমানের নেতৃত্বে দুইশতাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী কাঠের লাঠি, হকিস্টিক ও রড নিয়ে গাড়ির বহরে হামলা চালায়। তারা গাড়ির গ্লাস ভেঙ্গে যুবদল ও ছাত্রদলের ৭ কর্মীকে টেনে হেচঁড়ে বের করে আওয়ামী লীগ অফিসের সামনে বেধড়ক মারধর করে। গাড়ির কাঁচ বিদ্ধ হয়ে শম্পা হক আহত হন। এ সময় তাদের গাড়ির বহর কয়েক গজ দূরের থানায় গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা লাঠিসোটা নিয়ে থানার গেটের সামনে মারমুখী শ্লোগান দিতে থাকে। এ সময় শম্পা হক ভয়ে অজ্ঞান হয়ে পড়েন। কালীগঞ্জ থানার ওসি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় পৌছে দেন। পরে তাকে ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল শেখ ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান মিয়াকে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে হামলাকারীরা। বাকীদের সন্ধান পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার প্রচারণা চালানোর সময় শুক্রবার দুপুরে মীরের বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে। পরে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আবার সোমবারও তার উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটল। হামলায় ৭ ছাত্রদল ও যুবদল নেতাকর্মী আহত হয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে বিএনপির উপর লেলিয়ে দিয়েছে। কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর জানান, থানায় অস্ত্র জমা দিতে আসার সময় শম্পা হকের গাড়িতে কে বা কারা ধাওয়া দিলে তিনি থানায় আশ্রয় নেন। পরে অস্ত্র জমা দিয়ে দিনে চলে গেছেন। কোন হামলার ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here