আগামী সোমবার (২৪ ডিসেম্বর) বিনামূল্যের পাঠ্যবই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আগামী ১ জানুয়ারি সারাদেশে একযোগে বই উৎসব পালন করা হবে। একই দিনে অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান (শিক্ষামন্ত্রীর একান্ত সচিব) বলেন, আগের রেওয়াজ অনুযায়ী ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যবই উৎসব উদযাপন করা হবে। আর এর আগেই ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পূর্ব রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম দিন ১ জানুয়ারি সারাদেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই উৎসব করা হবে। এদিন নতুন ক্লাসে সব শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হবে।