ড. কামাল সাজাপ্রাপ্ত আসামী যুবরাজকে নেতা মানছে : কাদের

0
0

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, তিনি নাকি ৪৭ বছরেও দেখেননি, এখনকার খারাপ পরিস্থিতি। ড. কামাল হোসেন সাহেব আপনি কি ৭৫ এর ১৫ আগষ্ট দেখেননি। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর সঙ্গে অবুঝ শিশুকে হত্যা করা হয়েছে। ১৫ আগষ্ট রাত মেহেদী রাঙ্গা হাত রক্তাত্ব হয়েছে। আপনি বলছেন, ৪৭ বছরেইও এ অবস্থা দেখেননি। ৭৫ সালের ১৫ আগষ্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়ীতে রক্তের শ্রোত আপনি দেখেননি, আপনি ২১ আগষ্ট দেখেননি। আপনি বঙ্গবন্ধু সহকর্মী ড. কামাল হোসেন কোন ইঙ্গিতে, কোন ইশারায় আজকে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে আপনি নেতা মেনে নিয়েছেন। আপনার লজ্জা নেই।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল ধানের শীষের ভাটা হয়ে গেছে। বিএনপির ভাঙ্গা হাট আর জমবে না। বিএনপির ভাঙ্গা হাট ভেঙ্গে গেছে। তাই আজকে বিএনপির নেতারা বেপরোয়া চালক হয়ে গেছে। বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটায় আমি এখন ভয় পাচ্ছি। এরা তো যেনে গেছে নিশ্চিত নির্বাচনে হেরে যাবে। এ রাজনীতির বেপরোয়া চালকেরা কখন দুর্ঘটনা ঘটনায় সে আশংকা করছি। সবাই সর্তক থাকবেন।

শনিবার সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার জনতা বাজার, তাকিয়া বাজার, চরমন্ডলিয়া, কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর এলাকার বিভিন্ন স্থানে পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন ‘যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠতেছে। সারা বাংলায় ধান কেটে কেটে নৌকায় তোলা হচ্ছে। সারাদেশে তলে তলে ধানের লোকেরা আওয়ামী লীগের হাত ধরে নৌকায় উঠে যাচ্ছে।মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি সুখের দিনে আসিনা, আমি মানুষের বিপদে, অন্ধকারে, ঝড়ে, দূর্যোগে আসি। কথা দিয়েছিলাম সবাইকে আলো দিবো, আমরা আমাদের কথা রেখেছি যার ফল আজ সবার ঘরের ঘরে বিদ্যুৎ রয়েছে। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার করা হয়েছে। আজ মানুষের হাতে হাতে রয়েছে মোবাইল ফোন।

এসময় কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন, ‘শেখ হাসিনার তুলনা কারো সাথে চলেনা। ৩০তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ।’মন্ত্রী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, উনি (মওদুদ আহমদ) ২২ বছরে এই এলাকায় কি কাজ করেছেন। উনার কয়টা কাজ আপনার দেখাতে পারবেন। আর আমার (ওবায়দুল কাদের) ১২ বছরের কাজ দেখেন, যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে একসময় আসা যেত না, কোন রাস্তা-ঘাট ছিলনা। আর আজ প্রতিটি এলাকার রাস্তাগুলো পাকা করা হয়েছে। উনার আমলের কাজ দেখান, আর আমার কাজ দেখেন কে ভালো কাজ করেছে আপনারা বিচার করে তাকে ভোট দিবেন। কয়দিন পর পর মওদুদ আহমদ হুংকার ছুড়ে। দেশের চেয়ারা বদলে যাবে। ওনাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে ধানে শীর্ষে দলে দলে ভোট দিবে। ব্যারিষ্টার মওদুদ আহমদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। জনপ্রিয়তা যখন একজন নেতা হারিয়ে ফেলে তখন কি করুন অবস্থা হয়। এ সময় মওদুদের জনপ্রিয়তা জোয়ারে ভাসতো। একজন নেতার গণজোয়ার এখন ভাটায় নেমে গেছে। ধানের শীষ এখন নৌকার মধ্যে। ভেসে ভেসে ধানের শীষ নৌকায় গেছে।

এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন রুমি, আ’লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক গোলাম ছরওয়ার, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলা রাজু প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here