চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের বর্ণাঢ্য জীবন ও কর্মের প্রতি জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।জাতীয় শহীদ মিনারে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।শনিবার সকাল ১১টার দিকে আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে এই গুণী নির্মাতার প্রতি শ্রদ্ধা জানান মানুষ। এরপর তাঁর মরদেহ এটিএন বাংলায় এবং সেখান থেকে চ্যানেল আই ও শেষে এফডিসিতে নেওয়া হবে।পরে বিকেলে নিজ জেলা জামালপুরে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে বাবার কবরেই শায়িত হওয়ার কথা রয়েছে এই গুণী চলচ্চিত্রকারের।গত ১৪ ডিসেম্বর দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককে মারা যান আমজাদ হোসেন।কফিনে শুয়ে শেষবারের মতো দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) গেলেন কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন। সবার প্রিয় এই নির্মাতাকে দেখতে শনিবার দুপুরে সিনেমার প্রাণকেন্দ্রে ছুটে যান নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীসহ হাজারো জনতা।
আমজাদ হোসেনকে শেষবার দেখতে এফডিসিতে জনতার ঢলদুপুর ১টার দিকে আমজাদ হোসেনের মরদেহ পৌঁছায় এফিডিসিতে। তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা। অশ্র“সিক্ত নয়নে প্রিয় মানুষটিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শেষ শ্রদ্ধা।আমজাদ হোসেনকে শেষবারের মতো বিদায় জানাতে এফিডিসিতে যান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক ফারুক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, সাইমন সাদিক, চিত্রনায়িকা ববিতা, সুচন্দা, চম্পা, অভিনেতা এটিএম শামসুজ্জামান, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজারসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।আমজাদ হোসনকে শেষবারের মতো দেখতে এলেন চিত্রনায়ক ফারুকবাদ যোহর এফডিসি প্রাঙ্গণে আমজাদ হোসেনের জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ রাখা হয়।
এফডিসি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে চ্যানেল আই কার্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে ‘ভাত দে’খ্যাত এই নির্মাতার মরদেহ নেওয়া হবে জামালপুরে তার নিজ গ্রামে। সেখানে বাবার কবরে তাকে দাফন করা হবে এই কিংবদন্তিকে। গত ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আক্তার তাঁকে বিছানার নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কখন তিনি অচেতন হয়েছেন, তা আঁচ করতে পারেননি সুরাইয়া আক্তার। এরপর সকাল ১০টার দিকে তাঁকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।
তারপর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আমজাদ হোসেন। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ২৭ নভেম্বর রাত আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হার্টবিট, ব্লাডপ্রেশার এবং কিডনি ইনফেকশনের জন্য ডায়ালাইসিস চলছিল বলে জানান তাঁর ছেলে সোহেল আরমান।আমজাদ হোসেন অভিনেতা, পরিচালক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র শুরু করেন তিনি। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনা শুরু করেন।