গাজীপুরে মহাসড়কে চাকা নষ্ট হয়ে যাওয়া ট্রাকের সঙ্গে পেছন থেকে অপর ট্রাকের সংঘর্ষে দু’ ট্রাক চালক নিহত ও অপর দু’জন আহত হয়েছে। শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মসিউটিকেলস্ কারখানার সমনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাক চালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার জানান, শনিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়কৈর উপজেলার স্কয়ার ওষুধ কারখানার বালুভর্তি একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ট্রাক চালক বিকল চাকা মেরামত করার জন্য টায়ার বদলাতে ট্রাকের নিচে যান। এ সময় টাঙ্গাইলগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক দাঁড়ানো ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট ভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিমেন্ট ভর্তি ট্রাকের চালক মিজান ঘটনাস্থলেই নিহত হন। আহত বালুভর্তি ট্রাকের চালক দেলোয়ার হোসেনসহ তিনজনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদেরকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা