গাজীপুরের ডিসিকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে বেনামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দাতার নাম ঠিকানা বিহীন ওই চিঠি ডাক বিভাগের মাধ্যমে বৃহষ্পতিবার জেলা প্রশাসকের হস্তগত হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে এ চিঠি দেওয়া হয়েছে ধারণা করছেন জেলা প্রশাসক।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, নাম ঠিকানা বিহীন হাতে লিখা ওই চিঠি বৃহষ্পতিবার ডাক বিভাগের মাধ্যমে এসে পৌছে। চিঠিতে দিনের আল্টিমেটাম দিয়ে আমাকে, আমার পরিবার ও আত্মীয় স্বজনের উপর চরমভাবে আঘাত করার হুমকি দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে হুমকি দিয়ে এ চিঠি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের ওই উদ্দেশ্য কোন অবস্থাতেই সফল হবে না। ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ এ নির্বাচন অনুষ্ঠাণের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসককে বরাবরে ওই চিঠির খামের উপরে ‘টপ সিক্রেট’ ও জরুরী/ব্যক্তিগত পত্র’ লিখা রয়েছে। জেলা প্রশাসককে উদ্দেশ্য করে চিঠির একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমান করুন। অন্যথায় এ্যাকশন। এবার কৌশল পরিবর্তন- যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই টার্গেট, এবার আর ছাড় দেওয়া হবে না।’
জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ সুপার, র্যাব ও বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর বরাবর চিঠি দেয়া হয়েছে।