র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করছে বেলজিয়াম

0
0

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান নিয়ে শেষ করা বেলজিয়াম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এই র‌্যাংকিংয়ে রাশিয়া বিশ্বকাপ শিরোপাজয়ী ফ্রান্সকে ছাড়িয়ে গেছে লুকাকু-হ্যাজার্ডরা।

শীর্ষে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৭২৭ আর র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৭২৬। ফরাসিদের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করছে রবের্তো মার্টিনেসের দল।প্রকাশিত র‌্যাংকিংয়ে তিনে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চারে রয়েছে বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। র‌্যাংকিংয়ের পঞ্চম স্থান আছে হ্যারি কেইন, দেলে আলি, রাহিম স্টারলিংদের ইংল্যান্ড। ছয়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল।

র‌্যাংকিংয়ের সাতে নেমে গেছে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের উরুগুয়ে। আটে থেকে দশে আছে যথাক্রমে সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক।তবে র‌্যাংকিংয়ের সেরা দশে নেই আর্জেন্টিনা, জার্মানি আর ইতালির মতো দল। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে ১১তম স্থানে।এছাড়াও কলম্বিয়া ১২, চিলি ১৩, সুইডেন ১৪, নেদারল্যান্ডস ১৫, জার্মানি ১৬, মেক্সিকো ১৭, ইতালি ১৮, ওয়ালস ১৯ আর পোল্যান্ড আছে ২০তম স্থানে।এশিয়ার দলগুলোর মধ্যে ইরান আছে সবার ওপরে র‌্যাংকিংয়ের ২৯তম স্থানে। জাপান আছে ৫০তম স্থানে এবং কাতার আছে ৯৩তম স্থানে।আর গুয়ামের সঙ্গে যৌথভাবে ৯০৭ পয়েন্ট নিয়ে লাল-সবুজের বাংলাদেশ আছে ১৯২তম স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here