জমে উঠেছে পটুয়াখালী-৪ আসনের প্রচার-প্রচারণা

0
0

পটুয়াখালী-৪ (কলাপাড়াÑরাঙ্গাবালী) আসনের প্রার্থীসহ নেতা কর্মী-সমর্থকরা এখন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব। তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন। নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত এ আসন নিজেদের দখলে রাখতে দলীয় মতভেদ ভুলে এখন এক কাতরে দুই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা এখন হাট-বাজার বাড়িঘরের উঠোনে পথসভা করছেন।

পোস্টার লিফলেট বিলি করছেন সর্বত্র। একটানা পাঁচ বার আওয়ামী লীগের দখলে থাকা এ আসনটিতে এবার ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষ। এখানে ধানের শীষের হেভিওয়েট প্রার্থী দলের কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন। বিএনপি নেতৃত্ব ২০ দলীয় জোট তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে এবিএম মোশাররফ হোসেনকে কেন্দ্র থেকে ঘোষনা দেয়ার পর স্থানীয় বিএনপি নেতা কর্মীরা কোমর বেধে কাজ করছেন। কিন্তু গ্রেফতার আতঙ্কে বাসা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক নেতাকর্মীরা এমন এন্তার অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। তারা জানান, ইতোমধ্যে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। তবে তাঁদেও গণসংযোগ থেমে নেই। আর দুই দলের মাইকিং তো চলছেই। থেমে নেই চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাওলানা হাবিবুর রহমান। তাঁরা এই নির্বাচনে চমক দেখাতে পারেন বলেও ধারনা কর্মী-সমর্থকদের। এছাড়াও এই আসনে বাসদেরও প্রার্থী রয়েছেন। জাপা (এ) প্রার্থী আনোয়ার হাওলাদার নিজেকে গুটিয়ে নিয়ে মহাজোট প্রার্থী মহিব্বুর রহমানের স্বপক্ষে প্রচারে নেমেছেন। এনিয়ে মহাজোট প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছে।

দীর্ঘ দশ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগের প্রার্থী মহিব্বুর রহমান মহিব মুখোমুখি হচ্ছেন বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এর সাথে। এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ মাহব্বুর রহমান প্রায় ৯১০০০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে ও তার প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন । তিনি ভোট পান প্রায় ৬১০০০ হাজার ভোট। ১৯৯১ সালের ফেব্রুয়ারির নির্বাচনে আনোয়ার-উল-ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। বর্তমানে এমপি রয়েছেন আলহাজ মাহবুবুর রহমান। তিনি টানা তিনবার এ আসনে এমপি নির্বাচিত হন। তবে ১৯৯৬ সালের ১৫ ফেব্রƒয়ারির বিতর্কিতনির্বাচনে বিএনপির মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম সংসদ নির্বাচনে ফের আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। কলাপাড়র ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এবং রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে এই আসনে মোট ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৫১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here