পাবনায় জিহাদি বইসহ জামাতের ৬ নারী সদণ্য আটক

0
43

পাবনায় জিহাদী বইসহ জামায়াতের ছয় নারী সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ডঘর এলাকা থেকে আটক করে পুলিশ। সদর থানার (ওসি-তদন্ত) এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হল, পাবন পৌরা এলাকার শালগাড়ীয়া মহল্লার আব্দুর রহমানের স্ত্রী শামছি খাতুন (৫৬), বেলতলা এলাকার আবুল কাশেমের স্ত্রী সেলিমা খাতুন (৫৩), মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৪), মালিগাছা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী মাহমুদা খাতুন (৫৫), চর শংকরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৩৪) এবং ঘরনাগরা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী যুথী ইসলাম (২৬)।

পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জালাল উদ্দিন জানান, বুধবার দুপুরে জামায়াত শিবিরের ছয় নারী কর্মী সদর উপঝেলার মালঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসাইনের ভোট চাচ্ছিলো তারা। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধর্মীয় উষ্কানী মূলক লিফলেট এবং জিহাদী বই পাওয়া গেছে। যা তারা বিতরণ করছিলো জনগনের মাঝে। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে। আটকৃতদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানা সুত্র জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here