বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৫৫০ যাত্রীর জরিমানা

0
55

বিনা টিকিটে ভ্রমণকালে পাঁচটি ট্রেনের ৫৫০ জন অবৈধ যাত্রীকে আটক করে জরিমানাসহ ভাড়ার এক লাখ ৬ হাজার টাকা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল ৭টা থেকে মঙ্গলবার পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রুটে চলাচলকারী ৫টি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটের যাত্রীদের নিকট থেকে এ টাকা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ্ আল মামুন জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া রহনপুরগামী ৫৭নং কমিউটার এক্সপ্রেস, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে রাজশাহী থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া ৭৫৪নং সিল্ক সিটি এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস হয়ে পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৫৮ নং দ্রƒতযান এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকা থেকে রংপুর ৭০৫ নং একতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, পাঁচটি ট্রেনে অভিযান চালিয়ে ৫৫০ জন বিনা টিকিটের অবৈধ যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাড়াসহ জরিমানার ১ লাখ ৬ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতে সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মুজিবর রহমান, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক সাজেদুল ইসলাম বাবু, আব্দুল হালিম, আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গোলাম কিবরিয়া, বরকত উল্লাহ আল-আমিন অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here