মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি।সোমবার তিনি অভিযোগ করেন, ট্রাম্প এফবিআই নিয়ে মিথ্যা বলে আইনের অসম্মান করছেন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।২০১৭ সালের জানুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব নেন জেমস কোমি। কিন্তু ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলাকালে হঠাৎ করেই ২০১৭ সালের ৯ মে জেমস কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে অপসারণ করেন ট্রাম্প। নিজের অপসারিত হওয়ার ঘটনায় ট্রাম্পের রুশ সংযোগকেই দায়ী করেছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনেরও অভিযোগ, কোমির কার্যক্রমের কারণেই তাকে ট্রাম্পের কাছে হারতে হয়েছিল।
কোমি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এফবিআই নিয়ে মিথ্যা বলছেন, তাদের আক্রমণ করছেন, দেশের আইনের শাসনকে আক্রমণ করছেন।এসবের কোনও অর্থ হয় না। হাউস জুডিশিয়ারি ও হাউস ওভারসাইট কমিটির সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কোমির দাবি, রিপাবলিকানরা আগে বুঝতেন যে প্রেসিডেন্টের পদক্ষেপ গুরুত্বপূর্ণ, তার কথা গুরুত্বপূর্ণ, আইনের শাসন গুরুত্বপূর্ণ, সত্য গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সেই রিপাবলিকনরা কোথায়? রুশ সংযোগ নিয়ে কাজ করা বিশেষ কাউন্সিল রবার্ট মুলারের তদন্ত কে ‘উইচ হান্ট’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। রবিবার এক টুইটে সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ট্রাম্প। কোহেনের কার্যালয়ে এফবিআই গোয়েন্দাদেরে প্রবেশের অভিযোগও আনেন তিনি।
গত বুধবার তিন বছরের সাজা দেওয়া হয় কোহেনকে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের আওতায় মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়েছিল। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের মামলায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এবং সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডোগালকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নির্বাচনকে কেন্দ্র করে এভাবে ঘুষ দিয়ে কারও মুখ বন্ধ রাখার চেষ্টা বেআইনি। আদালতে নিজের সব অপকর্মের জন্য সাবেক মক্কেল ট্রাম্পকে দায়ী করেন মাইকেল কোহেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো তিনি ট্রাম্পের নির্দেশেই করেছেন বলে জানান এই আইনজীবী।কোমি বলেন, প্রেসিডেন্টের কথায় এফবিআইয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি প্রতিনিয়ত মিথ্যা বলে চলেছেন। তিনি বলেন, কখনো কাউকে না কাউকে দেশের জন্য দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে।