শুন্য পাতা – আমেনা ফাহিম
ভেজা জানালা,,,,,
কাজল ছুয়ে বৃষ্টি
কবিতারা খোজে শুন্য পাতা,,,
কেন মেঘ অসময়ে,,,,,
ডাকছে শ্রাবন
নীড়হারা পাখির বুকে কিসের ব্যথা,,,,,
পোরামন পুরে যায়,,,
অকারনে হেরে যায়
সে তো জানেনা,,,
সুখের নেশায় কেন মরন।।।।।।
আয় তুই বেলা শেষে,,,,
উরে চল ঐ আকাশে
তোর ইচ্ছে ডানায় চঞ্চল দখিনা হাওয়া,,,,,
রাতভর জোছনার,,,,
কেন এত অভিসার
কেন আকাশের বুকে জমে নিল নিরবতা,,,
বাঁকা চাদঁ বোঝেনা,,,
সোনারোদ কি যে চায়
রাত্রির মায়ায় কেন,,,,,,,
জোছনার বিসর্জন।।।।।