একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ৩ আসনে বৃহৎ দুই জোটের নৌকা-লাঙল আর ধানের শীষের পাশাপাশি সক্রিয় আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। ভোটের মাঠে আরো এশাধিক প্রার্থী থাকলেও তিন প্রার্থী মূল আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৪ ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত ফেনী-১ আসনে পুরুষ-মহিলা মিলে ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৭শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৮শ ৬৬ ও মহিলা ১ লাখ ৪৯ হাজার ৮শ ৬৯। এখানে মহাজোট প্রার্থী জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার নৌকা ও ধানের শীষ প্রতীকে লড়ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনু। নৌকা না পেয়ে আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন জেলা আওয়ামী লীগ সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ। এ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত আনোয়ার উল্যাহ ভূঁঞা (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত কাজী মো. নুরুল আলম (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি- বিএনএফ মনোনীত শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), গণফোরাম মনোনীত এ.টি.এম গোলাম মাওলা চৌধুরী (উদীয়মান সূর্য) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত তারিকুল ইসলাম (হারিকেন)।
অপরদিকে দাগনভূঞা-সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসন। দুই উপজেলার দুটি পৌরসভা ও ১৭ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৮শ ৫৩। এ আসনে মহাজোটের সমর্থনে লাঙল প্রতীকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর ধানের শীষ প্রতীকে লড়ছেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন। নৌকা না পেয়ে আপেল প্রতীকে স্বতন্ত্র লড়ছেন গতবারের নৌকার প্রার্থী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার। অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবদুর রাজ্জাক (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দল মনোনীত মোহাম্মদ গোলাম হোসেন (বাঘ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মো: মাঈন উদ্দিন (চেয়ার), বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি- বিএনএফ মনোনীত শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইশতিয়াক আহমেদ সৈকত (নোঙর), স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবির রিন্টু (মোটর গাড়ী), হাসান আহম্মদ (সিংহ), মাঈন উদ্দিন প্রার্থী রয়েছেন। সূত্র আরো জানায়, আওয়ামীলীগ দলীয় জনপ্রতিনিধি ও শীর্ষ নেতাদের নিয়ে গণসংযোগ করছেন মহাজোট প্রার্থী শিরীন আখতার এমপি। তাকে ঠেকাতে নিজ দলীয় নেতা আপেল প্রতীক নিয়ে মাঠে রয়েছে নিজ উপজেলা ফুলগাজীর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অপরাপর দুই উপজেলার নেতাকর্মীরাও তার সাথে যোগাযোগ রক্ষা করছেন। অন্যদিকে তিন উপজেলার নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু।আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকের মতে, এখানে জোটগত কোন বিষয় নয়। প্রার্থীর গ্রহণযোগ্যতা দেখে জনগন ভোট দেবে। শেষ পর্যন্ত নৌকা-আপেলের যেই জিতুক ভোটের ফল আওয়ামী লীগের ঘরে যাবে।
বিএনপি নেতাকর্মীরা জানান, ফেনী-১ নির্বাচনী এলাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি হওয়ায় এখানে বিএনপির ভোট ব্যাংক রয়েছে। দীর্ঘদিন ভোট না হওয়ায় জনগন ধানের