অশ্রদ্ধা যেন না হয় – মুহাম্মদ হাসান মাহমুদ

“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা, আমরা তোমাদের ভুলবনা।” একজন বাঙালীর গর্বের বিষয় এখানে যে তারা দেশের জন্য জীবন দিতে জানে।তারা দেশের জন্য জীবন দেয়।কোনো অসত্য এর কাছে হার মানে না।আর এভাবে জীবন বিসর্জনের বিনিময়ে অর্জিত বাঙালির মহান বিজয়।আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বাঙালির ৭টি মুক্তি আন্দোলন কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাভারের স্মৃতিসৌধ ।আমরা শহীদদের স্মরণে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে এবং ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে পুষ্প স্তবক অর্পণ করি।কিন্তু এখানে গিয়ে যে সমস্যা গুলোর সম্মূখীন হতে হয় তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল- ফুল বেধিতে ছুড়ে মারা হয়।যদিও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে যার ফলে অনেক ভিড় হয় ,ফুলের পরিশাণ বেশি হয়ে যাওয়ায় দায়িত্বরতরা তা সরানোর জন্য এটি করেন ।কিন্তু অন্যভাবে এটি করা যায় কিনা একটু ভেবে দেখবেন।

আর একটি গুরুত্বর সমস্যা যেটি দেখা যায় সেটি হল শৃঙ্খলাহীন ভাবে স্মৃতিসৌধে প্রবেশ।দেখা যায় যে একদল শেষে এসে আগে গিয়ে ফুল দিয়ে আসেন বেধিতে অন্যের ব্যানার এর সামনে দিয়ে ঠেলাঠেলি করে প্রবেশ করে।প্রশাসনকে দেখা যায় প্রবেশ মুখের দিকে থাকেন তারা এবং বেধির কাছাকাছি, মাঝখানে একটি বিশাল শূণ্যতা থাকার ফলে অনেকেই এটি করার সুযোগ পান।আবার অনেক নেতাকর্মীদের প্রবেশ কে আরো খারাপ লাগে,কারন তারা অন্যদের মানুষ মনে করেন না এ রকম মনে হয়।ছেলে-মেয়ে কাউকে লক্ষ্য না করে, ধাক্কা দিয়ে-ঠেলে ঠুলে সামনে চলে যান।নারী-পুরুষ কাউকে যেন কেউ দেখেন না। এ রকম বিভিন্ন গ্রুপের আচরণে বেশি দুর্ভোগে পড়েন নারীরা। তাই এ বিষয়গুলো বিবেচনায় এনে আসা করব, ভবিষ্যতে শহীদদের প্রতি আর কখনো কোনো অশ্রদ্ধা হবেনা।

মুহাম্মদ হাসান মাহমুদ
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here