ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর গাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের হামলা

0
30

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের ব্যক্তিগত গাড়িতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে বিজয়নগরের উপজেলা পরিষদ ভবনের সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটেছে। এ জেলা যুবদলের সাবেক আহবায়ক মনির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোকাররম হোসেন, বিএনপির প্রার্থীর ব্যক্তিগত সহকারি হারুন মিয়া আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জেলা বিএনপির নেতাকর্মীরা জানায়, ১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকালে বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় ফুল দিয়ে ফেরার পথে উপজেলা পরিষদের সামনের রাস্তায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনিসহ ছাত্রলীগ-যুবলীগের কয়েকশ নেতাকর্মী অতর্কিতভাবে বিএনপির প্রার্থী শ্যামলের গাড়িতে লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে জেলা যুবদলের সাবেক আহবায়ক মনির হোসেন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন, বিএনপির প্রার্থীর ব্যক্তিগত সহকারি হাররুন মিয়া আহত হয়।

বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, পুলিশের সামনেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর করেছে। নেতাকর্মীরাও আহত হয়েছে। পুলিশ কিছুই করেনি।বিজয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি বলেন, আমরা বিজয় মিছিল করছিলাম। সেসময় একটা গাড়ি আমাদের মিছিলের ভেতরে প্রবেশ করে। এটা বিএনপির প্রার্থী নাকি অন্য কারো গাড়ি ছিল, তা জানি না। গাড়ি ভাঙচুর হয়েছে কি না সেটিও জানি না। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে। বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুরের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here