ফেনীতে দুই স্বতন্ত্র প্রার্থী নিয়ে আওয়ামী লীগে দ্বিধাবিভক্ত

0
23

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবদুল্লাহ ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশারকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্বিধাভিবক্ত হয়ে পড়েছে। এই দ্বিধাবিভক্তি কোথাও কোথাও সংঘাতে রূপ নিয়েছে। এতে করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিয়ে শংকায় রয়েছেন ভোটারা।

সূত্রে জানা গেছে, এই দ্বিধাবিভক্তির জের ধরে দাগনভূঞায় ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাজোট প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর (লাঙ্গল) সমর্থক ও আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার (আপেল) সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আপেল প্রতীকের প্রার্থী আবুল বাশারের নির্বাচনী কার্যালয় ও মহাজোট প্রার্থীর সমর্থকদের দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। ঘটনার জন্য দুই পক্ষেই পরস্পরকে দায়ী করছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রার্থী বাশারের সমর্থক সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আবছার অভিযোগ করেন, ওই দিন বিকেলে এতিমখানা বাজারে আবুল বাশারের নির্বাচনী পোষ্টার লাগানোর সময় তাদের সমর্থক রহমানকে মারধর করে ছাত্রলীগ নেতা রাশেদ ও তার সহযোগীরা। সন্ধ্যায় তারা আবার দুধমুখা বাজারের আবুল বাশারের কেন্দ্র কমিটির সভা চলাকালীন সময়ে হামলা করতে গেলে বাশার সমর্থকরা তাদের ধাওয়া দেয়। এসময় তারা দুটি মোটর সাইকেল ফেলে পালিয়ে গেলে বাশার সমর্থকরা সেই মোটর সাইকেল দুটি ভাংচুর করে। এ সময় অন্তত তিনজন আহত হয়। তাদের নাম জানা যায়নি। কিছুক্ষন পরে মহাজোট সমর্থকরা পুনঃরায় একত্রিত হয়ে দুধমুখা বাজারে আবুল বাশারের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় জগতপুর গ্রামের নূরার টেক এলাকায় বাসার গ্রুপের হাসান ও কামরুলকে মারধর করে। আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কোম্পানীগঞ্জ এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ছাত্রলীগ নেতা মো. রাশেদ অভিযোগ করেন, তারা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বাশার সমর্থক তাদের ওপর অর্তকিতে হামলা ও তাদের মোটর সাইকেল ভাংচুর করে।ঘটনার পর দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছালেহ আহম্মদ পাঠান জানান, ছোটখাট ঘটনার কথা শুনেছেন। তবে কোন পক্ষই থানায় মামলা বা অভিযোগ দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here