নরসিংদীতে মঈন খানের গণসংযোগে হামলা

0
31

নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খানের গণসংযোগে আবার হামলা হয়েছে। রোববার দুপুরে পলাশের পাঁচদোনা বাজারে এ হামলায় ১০ নেতাকর্মী আহত হয়।বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দুপুরে পাঁচদোনা বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। গণসংযোগ ও প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়। বিএনপির প্রার্থী মঈন খান একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। পরে বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ইউসুফ আহাম্মেদ জানান, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এর আগে গত ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী এলাকা সদর উপজেলা আমদিয়া ইউনিয়নের বেলাবো নামক স্থানে ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।সেদিন তারা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও চারটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ছাত্রদল ও যুবদলের ১০ জন নেতাকর্মী আহত হয়।দুদিন পর ১৩ ডিসেম্বর মনোহরদীতে নরসিংদী-৪ আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের গণসংযোগ চলাকালে হামলা চালানো হয়। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হন। এ সময় ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here