জাপানে রেস্টুরেন্টে বিস্ফোরণে অর্ধশতাধিক আহত

0
52

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের একটি রেস্টুরেন্টে বড় বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। রবিবার রাত সাড়ে ৮টার দিকে হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলার এই রেস্টুরেন্টটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ‘দি জাপান টাইমস’।

এর আগে স্থানীয় মেট্রো ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এই বিস্ফোরণের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। কিন্তু সবশেষ খবরে জানিয়েছে, আহতের সংখ্যা বেড়ে ৪১ হয়েছে। আরও জানায়, মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে যেতে দিচ্ছে না পুলিশ কর্মকর্তারা। ভবনটিতে আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

৫০ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জাপানি গণমাধ্যমটি জানায়, বিস্ফোরণের সময় তিনি বজ্রধ্বনির মতো একটা প্রচণ্ড শব্দ শোনেন। এসময় তিনি যে ভবনে থাকেন, সেটি নড়ে ওঠে। সাপোরো’র অনেক মানুষ সোশ্যাল মিডিয়া বিধ্বস্ত ভবনের ছবি ও ভিডিও পোস্ট করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here