অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই নির্বাচন সুষ্ঠু হবে: সিইসি

0
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সকলে অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। রোববার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা। সকাল ৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইসির অন্য কমিশনারদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিইসি কে এম নুরুল হুদা।

পরে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, সকলেই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।

রোববার ভোর থেকেই ফুল হাতে বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষের ঢল। তারা শ্রদ্ধা জানাতে এসেছেন একাত্তরের বীর শহীদদের প্রতি।সকাল হতে না হতেই একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ভরে ওঠে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদী। রোববার ছিলো বিজয়ের ৪৭ বছর। বিজয় দিবসটির কর্মসূচি শুরু হয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। তারা শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।এরপর ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী, বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিতে জড়ো হয়। পাশাপাশি শহীদদের প্রতি জানায় কূটনৈতিক, রাজনৈতিক, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here