ধানের শীষের ১৫০ প্রার্থীর ওপর হামলার অভিযোগ বিএনপির

0
0

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এখন পর্যন্ত বিএনপি মনোনীত ধানের শীষের দেড়শ’ প্রার্থীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, দুই প্রার্থীকে কারাগারে আটক রাখা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, খালেদা জিয়াসহ বেশ কয়েকজন প্রার্থীর ব্যাপারে আইনি জটিলতা সৃষ্টি করে প্রার্থী হওয়া অনিশ্চিত করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রার্থীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ড.কামালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে।কামাল হোসেনের নামে মামলার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, সরকারের কাছে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া আর কারও কানাকড়ি মূল্য নেই। এই খ্যাতিমান আইনজীবী (ড. কামাল) ও দেশের সংবিধানপ্রণেতাকে মামলার মাধ্যমে যে অপমান করা হলো, সেটা জাতিরই অপমান। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, সরকার পরিচালিত হচ্ছে দুস্কৃতিকারীদের দ্বারা।

রিজভী আরও বলেন, যদি ড.কামাল হোসেনের খামোস বলা অন্যায় হয়ে থাকে তবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই- এইচ টি ইমাম যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধমকিয়ে বলেন তুমি কি বিএনপি যে বিএনপির মতো প্রশ্ন করো? তুমি কি মওদুদ? কই আপনি তো এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেখাননি। কারণ আপনি একচ্ছত্র ক্ষমতার মালিক, আমাদের রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার জন্য নিজেদের ক্যাডারদের লেলিয়ে দিয়েছেন।তফসিল ঘোষণার পরে পুলিশের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কমিশন দায়ী উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন একই ঝাঁকের কৈ। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ও কার্যকলাপ পুলিশের দমন-প্রবণতাকে আরও উস্কিয়ে দিচ্ছে।৩০ ডিসেম্বরের নির্বাচন সকল শৃঙ্খল ভেঙে জনগণ ভোট দিতে এগিয়ে যাবে বলে আশা করে রিজভী আরও বলেন, পরাজিত হবে অগণতান্ত্রিক শক্তি। ধ্বংস হবে একদলীয় দুঃশাসনের কারাগার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here