রাজৈরে আওয়ামীলীগ ও বিএনপি মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

0
0

মাদারীপুর-২ নির্বাচনী আসনের রাজৈর উপজেলায় গণসংযোগকালে আওয়ামীলীগ ও বিএনপির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই দলের ১২ নেতাকর্মী। আজ শুক্রবার বিকেলে উপজেলার কদমবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পাঁচ জনকে গুরুতর অবস্থায় রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বিকেলে কদমবাড়ী বাজারে গণসংযোগ করতে আসেন বিএনপি মনোনীত প্রার্থী মিল্টন বৈদ্য। একই সময় বাজারের অরেক দিক থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে আসেন স্থানীয় চেয়ারম্যান বিধান বিশ্বাসসহ তার নেতাকর্মীরা। প্রচারণা মিছিলটি বাজারের মধ্যবর্তীস্থানে মুখোমুখি হলে কথা কাটাকাটি শুরু হয় দুই পক্ষে। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে দুই পক্ষেরই ১২জন আহত হন।

এ ব্যাপারে বিএনপি প্রার্থী মিল্টন বৈধ্যের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, কদমবাড়ী বাজারে গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের সমর্থকরা তার মিছিলের উপর হামলা চালায়। এতে তার কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হন। অপরদিকে স্থানীয় চেয়ারম্যান বিধান বিশ্বাস অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির সমর্থকরাই আওয়ামী লীগের মিছিলের উপর হামলা চালিয়েছে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, সংঘর্ষে ১২জন আহত হন। এর মধ্যে পংকজ গাইন, ইমরান হাওলাদার, বাবুল বিশ্বাস, মন্টু গাইন ও তারক সরকারকে ভর্তি নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ফেরত পাঠান হয়েছে। এ ব্যাপারে রাজৈর থানার কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here