তৃতীয় ওয়ানডেতে ভুল শোধরানোর তাগিদ মাশরাফির

0
0

সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। তাই সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডে দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, তারাই সিরিজ জয়ের সাফল্য পাবে। এমন ম্যাচে সাফল্য পেতে হলে সব বিভাগেই ভালো খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।এই ম্যাচে সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, দ্বিতীয় ম্যাচ জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো পর্যায়ে থাকত। তারপরও ভুলগুলো শুধরে নিতে পারলে পরের ম্যাচে আমাদের জেতা অসম্ভব নয়। তবে গত দুই ম্যাচের তুলনায় অনেক ভালো ক্রিকেট খেলতে হবে এই ম্যাচে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সব বিভাগে উন্নতি করতে হবে।

অবশ্য সিলেটের ভেন্যুতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচের জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। একটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলে দুটিতেই হেরেছেন সাকিবরা। এবার ওয়ানডেতে সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, আমি যতটুকু জানি, সিলেটে এই সময় শিশির একটু বেশিই থাকবে। প্রথমত, এর সঙ্গে আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে। অবশ্য আমরা ঘরের মাঠে খেলছি, এই সুযোগটা কাজে লাগাতে হবে। তবেই সাফল্য পাওয়া সম্ভব।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। সে ধারাবাহিকতায় প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের সহজ জয় তুলে নেয় লাল-সবুজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের কাছে চার উইকেটে হেরে যায় স্বাগতিকরা। তাই সিরিজ সমতায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here